
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর শহরে বিজয়া ও ঈদ পুণর্মিলনী উদযাপন উপলক্ষে যুব সাহিত্য সংসদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর রবিবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উক্ত আলোচনা সভায় দিনাজপুর বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সাধারন সম্পাদক মো. হাসান আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু। সভায় শহরের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও অনুধ্ব ১৪ জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় মো. বেলাল উদ্দিন’র বিশেষ সহযোগিতায় আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব লুৎফুল কবীর বকুল, দিনাজপুর আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এ্যাড. মো. জোবাইদুর রহমান সেজু। আরও বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাবের সভাপতি এস এস আকাশ প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সাহিত্য সংসদ’র সভাপতি রাশেদ শুফু, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বাবু, সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক গোপাল বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান শেফাউদ্দিন সাফুসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন।