
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ডগুলিসহ সবুজ আহম্মেদ (৩১) নামে এক যুবকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
আটক সবুজ সদর উপজেলার রাজারামপুর গাবুরা ভাটপাড়া এলাকা সুজাম্মেল হোসাইনের পুত্র।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার বটতলা মোড় সংলগ্ন ব্রীজ থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সদর উপজেলার বটতলা মোড় সংলগ্ন ব্রীজ থেকে আমেরিকার তৈরী ৭.৬৫ মিমি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ডগুলি, ব্যবহৃত একটি মটর সাইকেল ও ২টি মোবাইলসহ সবুজ আহম্মেদকে আটক করা হয়।