
কাশী কুমার দাশ : গতকাল সোমবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (ব্রীফ) পরিচালিত ‘‘উপজেলা মডেল অব স্কুল উন্নয়ন প্রকল্প’’ এর আওতায় খানসামা উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ৪ জুন হতে ২৩ জুন পর্যন্ত মোট ৬টি ব্যাচে ১৩৮ জন প্যারা শিক্ষকদের ২টি ব্যাপী বিদ্যালয় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। প্রশিক্ষনে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এবং বিদ্যালয় উন্নয়নের উপাদান সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষকগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ের বিষয় ভিত্তিক শিখনফল ও পাঠদানের কৌশল নিয়ে প্রশিক্ষনে শিক্ষকগণ কাজ করেন। সমাপনী অনুষ্ঠানে ব্রীফ এর নির্বাহী পরিচালক শাহ্ আহসান হাবিব বলেন, প্রাথমিক স্থারে শিশুদের শিখন ফল ও পাঠদানের কৌশল নিয়ে শিক্ষকদের কাজ করতে পারলে বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এবং বিদ্যালয় উন্নয়নের উপাদানগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে। উক্ত ২দিন ব্যাপী প্রশিক্ষন সেশন পরিদর্শন করেন উপজেলার সকল সহকারী শিক্ষা অফিসারগণ এবং ব্রীফ সংস্থার সমন্বয়কারী এবং প্রজেক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন।