দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলেফা বেগম (৪০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আলেফা বেগম চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের রশিদুল হকের স্ত্রী ।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে বাথরুমে যাওয়ার সময় সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা আলেফাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আলেফা মৃত্যুবরণ করে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।