বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিদ্যুৎ বিভাগের বর্ণাঢ্য র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি: ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের শুভ উদ্বোধন এবং জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৩ পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি করেছে দিনাজপুর জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‌্যালী শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক। র‌্যালী উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি শুভ দিন।আজকের দিনে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন মাইল ফলক রচনা করতে যাচ্ছি। ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের এই শুভ দিনে দিনাজপুরবাসীসহ সবাইকে অভিনন্দন জানাই।

বিদ্যুৎ অপচয় রোধ করি আলোকিত বাংলাদেশ গড়ি শ্লোগানে র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বের হয়ে বালুবাড়ীস্থ বিদ্যুৎ অফিস কার্যালয় গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক ছাড়াও র‌্যালীতে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেব, বিবিবি-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ জাহির হোসেন, বিদ্যুৎ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান প্রমুখ। র‌্যালীতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

Spread the love