বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভিন্ন দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Dinajpur Studentদিনাজপুর প্রতিনিধি : নন-মেজর রসায়ন র্পাট-২ পরীক্ষা বাতিল করে সিলেবাসের সাথে সঙ্গতির্পূণ প্রশ্নপত্র প্রণনয়ন করে পুনরায় পরীক্ষা গ্রহণসহ ২ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ।

দিনাজপুর সরকারী কলেজের অর্নাস ২য় বর্ষের (২০১০-১১ শিক্ষাবর্ষ)’র শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রানিবিদ্যা,উদ্ভীদবিদ্যা,গনিত ও পদার্থ বিজ্ঞান শিক্ষার্থীদের রসায়ন নন-মেজর পার্ট-২ পরিক্ষা বাতিলের দাবীতে কলেজ ক্যাম্পাস হতে গত সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর প্রেসক্লাবের এসে মানববন্ধন করে। পরবর্তীতে তারা কলেজের অধ্যক্ষের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীরা তাদের স্মারক লিপিতে বলেছেন,সৃজনশীল পদ্ধতীর আনুষঙ্গিক আয়োজন নিশ্চিত না করায় এমনিতেই গত কয়েক বছর ধরে ফলাফল বির্পযয় ঘটছে উপরন্তু গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রানিবিদ্যা,উদ্ভীদবিদ্যা,গনিত ও পদার্থ বিজ্ঞান শিক্ষার্থীদের রসায়ন নন-মেজর পার্ট-২ পরিক্ষা যার প্রশ্নপত্রের সঙ্গে সিলেবাসের অসঙ্গতিপূর্ণ হওয়ায় নতুন করে ফলাফল বির্পযয়ের আশংকা তৈরী হয়েছে।

শিক্ষার্থীরা জানান,সিলেবাস প্রণেতা,পাঠদানপদ্ধতি,প্রশ্নপত্র প্রণনয়ন ও উত্তরপত্রের মুল্যায়নের ক্ষেত্রে সমন্বয় না থাকায় তৈরী হচ্ছে সংকট।

শিক্ষার্থীদের ৩টি দাবীর মধ্যে রয়েছে (১) গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত নন মেজর রসায়ন পার্ট-২ পরিক্ষা বাতিল করে সিলেবাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রশ্নপত্র প্রণনয়ন করে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।

(২) সিলেবাস প্রণনয়ন,পাঠদান পদ্ধতি,প্রশ্নপত্র প্রণনয়ন ও উত্তরপত্র মুল্যায়নের ক্ষেত্রে সমন্বয় সাধন করতে হবে।(৩) সৃজনশীল পদ্ধতির আনুষাঙ্গিক আয়োজন নিশ্চিত করতে হবে।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজে ফিরে গিয়ে প্রশাসনিক ভবনের অধ্যক্ষের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।  এখানে বক্তৃতা করেন শিক্ষার্থী নাজির হোসেন, আশরাফুল আহম্মেদ, হাবিবুর রহমান হাবিব, সামিউল ইসলাম, টগর রায়,হিমু, আরিফ সুর্বনা,রেখা প্রমুখ।