সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশিষ্ট্য নাট্যজন রামেন্দু মজুমদারের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দেশ বরেণ্য নাট্যজন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার দিনাজপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাংবাদিক সালাহউদ্দীন আহমেদ, শাহ আলম শাহী, একরাম হোসেন তুলকদার, মোর্শেদুর রহমান, কংকন কর্মকার, হুমায়ুন কবির, আনিস হোসেন দুলাল, রফিকুল ইসলাম ফুলাল, বিপুল সরকার সানী ও শামীম রেজাসহ সাংবাদিকবৃন্দ।
রামেন্দু মজুমদার বলেন, দেশের গণতন্ত্র এবং সরকারের সমালোচনা করাসহ গণমাধ্যম অপরিশীম ভুমিকা পালন করছে। কারণ দেশে বিরোধী দল থাকলেও সেটা না থাকার মতই। রাষ্ট্রের বিটিভি ও বেতার অন্যান্য দলের খবর পরিবেশ না করায় আমাকে বার বার বিটিভির সংবাদ পাঠ করার অনুরোধ করলে তা আমি প্রত্যাখ্যান করি।