
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি ও খাদ্য সংশিষ্ট দপ্তর সমূহের আয়োজনে ১৬ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে বিশ্ব খাদ্য দিবস-২০১৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম। দিনাজপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতলুবর রহমান, বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) আকম আফরুজ আলম, বিএডিসি’র উপ-পরিচালক (ক.গ্রো) মোঃ আকতারুজ্জামান তালুকদার, এসিআই ক্রপ কেয়ার দিনাজপুর রিজিওনের রিজিওনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মোঃ গোলাম রসুল মেহেদি, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, কৃষি গবেষনা কেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহফুজ বাজ্জাজ প্রমুখ।