
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে বর্তমান কৃষি বান্ধব সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নানামূখী বাস্তবধর্মী কর্মসূচী বাস্তবায়ন ও পরিকল্পনা গ্রহণের ফলে বাংলাদেশ আজ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে উৎপাদন বাড়াতে পারিবারিক খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে র্যালী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান। ‘‘পারিবারিক কৃষি: প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, এল.জি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ হামিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, দিনাজপুর সদর পুলহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সুধেন্দ্র নাথ রায়, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) নিখিল চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে সকাল ৯ টায় শহরের বালুবাড়ীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের নেতৃত্বে খাদ্য দিবসের র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।