বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব প্রতিবন্ধী ডাউন-সিনড্রোম দিবস পালিত

মোঃ আবেদ আলী, দিনাজপুর প্রতিনিধি : গতকাল ২১ মার্চ শনিবার সারা বিশ্বে ১০ম এবং বাংলাদেশের ২য় বার ও দিনাজপুরে প্রথম বার বিশ্বডাউন সিনড্রোম দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে দিনাজপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ ব্যাপক কর্মসূচীর মধ্য দিযে পালন করে।

‘‘আমার সুযোগ, আমার পছন্দ পরিপূর্ণ উপভোগ চাই, সমঅধিকার ও পরিবারের ভূমিকা’’- এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় দিনাজপুর প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ এবং বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ডাউন সিনড্রোম ছাত্র-ছাত্রী, অভিভাবক, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দদের অংশগ্রহণে এবং প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্নেওয়াজ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষেত্রিপাড়া বিদ্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডাউন সিনড্রোম শিশু বা ব্যক্তিদের সামাজিক মর্যাদা গ্রহণ, যোগ্যতা অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমাদের সচেতন হতে হবে। মনে রাখবেন ডাউন ডিনড্রোম হলো জীবন ব্যাপী প্রতিবন্ধন। তবে উপযুক্ত পরিবেশ এবং বিশেষ শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় করতে পারলে এরা সুখী কিছুটা কর্মক্ষম হয়ে অর্থবহ জীবন যাপন করতে পারে। ডাউন সিনড্রোম নিয়ে বাচ্চা জন্ম হলে সেটি সারবার কোন উপায় নেই। তবে উপযুক্ত চিকিৎসা ভালবাসা ও সুযোগ সুবিধা পেলে তারা ৫০ বছরের বেশী বাঁচতে পারে।