
মোঃ বেলাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সোমাবার ২৯ সেপ্টেম্বর দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হার্ট ফাউন্ডেশনে এসে শেষ হয়। পরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এ কে এম আজাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাটোয়ারী, খালেকুজ্জামান বাবু, ডাঃ ফয়েজুল ইসলাম, ডাঃ জগলুল কবিরসহ অন্যান্যরা।