দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর আল-আমীন বীমা এন্ড ইসলামিক ইন্সুরেন্স এর আঞ্চলিক কর্মকর্তা মোস্তাকিম বিলল্যা হত্যা মামলায় জেএমবি’র সুরা সদস্য ও সামরিক কমান্ডার আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নামজুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদ (৩৪) কে পুলিশ ও র্যাব এর কড়া পাহাড়ায় আদালতের হাজির করলে বিচারক আগামী ৪ জানুয়ারী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে ভাগ্নে শহীদকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
রোববার দুপুরে দিনাজপুরের জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মাহমুদুল করিম এর আদালতে চাঞ্চল্যকর আল-আমীন বীমা এন্ড ইসলামিক ইন্সুরেন্সের আঞ্চলিক কর্মকর্তা মোস্তাকিম বিলল্যা হত্যা মামলার বিচারের জন্য দিন ধার্য্য ছিল। মামলার অন্যতম আসামী জেএমবি’র সুরা সদস্য ও সামরিক কমান্ডার আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নামজুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদ (৩৪)কে পুলিশ ও র্যাব এর কড়া পাহাড়ায় দুপুরে আদালতে হাজির করা হয়। আসামী ভাগ্নে শহীদের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকারী খরচে এ্যাডঃ ইব্রাহীম খলিলকে নিয়োগ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য্য করে ভাগ্নে শহীদকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার এজাহারকারীসহ ৪ জনকে আগামী ধার্য্য তারিখে সাক্ষ্য দেয়ার জন্য আদালতে হাজির করতে গ্রেফতারী পরওয়ানা আদেশ প্রদান করা হয়।
এই মামলার অপর আসামী ভাগ্নে শহীদের স্ত্রী ও শীর্ষ মহিলা জঙ্গী বদরুন্নাহার লিমুকে গ্রেফতার করতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে দেশের সকল থানায় হুলিয়া ও গ্রেফতারী পরোয়ানা কার্যকর করতে বিচারক তাগিদের আদেশ দেন। বিকেলে ভাগ্নে শহীদকে কড়া পুলিশ ও র্যাব প্রহরায় আদালত থেকে দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়। সূত্রটি জানায়, ভাগ্নে শহীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, নাশকতা, অস্ত্র বিস্ফোরক ও জঙ্গীর সংক্রান্ত ঘটনায় ১৪টি মামলার তদন্ত ও বিচারাধীন রয়েছে। শীর্ষ মহিলা জঙ্গী বদরুন্নাহার লিমু স্থান ও ঠিকানা পরিবর্তন করে পুলিশের গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। বদরুন নাহার লিমু পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে।