বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে বুধবার থেকে শুরু হয়েছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরে বুধবার থেকে শুরু হয়েছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ৷

১ থেকে ৭ এপ্রিল কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ একরামুল হক৷ দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদুল হক, জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আজাদ আলী, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান (ডিসি), স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবহান, টেকনিক্যাল কর্মকর্তা মোঃ ইছামুদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এসএম মজিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ৷

৫ থেকে ১২ বছর বয়সী সকল স্কুলের শিক্ষার্থীদের এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে৷ আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাস্তবায়নে সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী (ঢাকা)৷ অনুষ্ঠানে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ওই স্কুলের ক্ষুধে ১০ জন ডাক্তার উপস্থিত ছিলেন৷