দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টুকে আটকের পর জেলা কারাগারে পাঠানোর প্রতিবাদে বুধবার থেকে ৩৬ ঘণ্টার হারতাল ডেকেছে দিয়েছে জেলা বিএনপি।
সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে হারতালের ওই ঘোষণা দেওয়া হয়।
এর আগে সোমবার দুপুর ২টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে জামিন নিতে গেলে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সৈয়দ কামাল হোসেন।
পৌর কৃষক দলের আহবায়ক আলী আকবর জানান, গত ৭ জানুয়ারি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জা আশফাকের দায়ের করা মিথ্যা মামলায় মামলার উচ্চ আদালতে জামিনে ছিলেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে সোমবার নিম্ন আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অ্যাডভোকেট জয়ন্ত পোদ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জা আশফাক হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টুসহ ১৩ জনের নাম উল্লেখ করে ৩-৪ শত জনের বিরুদ্ধে ওই মামলাটি করেন।