মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাপুরে মহাসড়কের রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০ টার সময় দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের কাউগাঁও মোড় নামক স্থান হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই মোঃ জিয়া জানান, দিনাজপুর-ফুলবাড়ি সড়কের সদর উপজেলার ক্উাগাঁও মোড় নামক স্থানে সকালে রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোঃ রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ধারণা করা হচ্ছে রাতে কোন গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।