
এফ রহমান বাবু, স্টাফ রিপোর্টার : দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বেসিক ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট এর ১ম ব্যাচ এর প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে ১ মাস ব্যাপী।
গতকাল রোববার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৌফিক ইমাম এর সভাপতিত্বে দিনাজপুর জেলা প্রশাসক এর আইটিসি প্রশিক্ষণ ও সম্মেলন কক্ষ-২ এ অনুষ্ঠিত ও জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা পরিষদ এর সহযোগীতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মোট ৩০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। ১ম দিনে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশন এর সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক মোঃ মাসুম পারভেজ ও সদস্য মোঃ রুস্তম আলী।