সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে পরিবেশক, ডিলার ও বীজ ব্যবসায়ীদের কর্মশালা

Barcck-01মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ’র উদ্যোগে পরিবেশক, ডিলার ও বীজ ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ’র উদ্যোগে পরিবেশক, ডিলার ও বীজ ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন মার্কেটিং ম্যানেজার মোঃ জনাব আলী। ব্র্যাক দিনাজপুর জেলা প্রতিনিধি ও ইউনিটি ফর এনজিওস দিনাজপুরের সহ-সভাপতি মোঃ মহসিন আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কেটিং ম্যানেজার (সব্জী বীজ) কৃষিবিধ মোঃ ফজলুল হক, এএম নুরুজ্জামান (এডভ্যান্টা বাংলাদেশ)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ আসলাম হোসেন (আঞ্চলিক ব্যবস্থাপক-সেলস দিনাজপুর) এবং সর্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবদুর রহিম (অপারেশন ম্যানেজার এন্ড ইনচার্জ ব্র্যাক লার্নিং সেন্টার)। অনুষ্ঠানে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর সার্বিক কর্মকান্ডের পাশাপাশি গুনগত মানের বীজ সরবরাহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তায় উল্লেখBarcck larযোগ্য ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় বীজ ব্যবসায়ীদের মাঝে ব্যক্ত করা হয়। আলোচনায় ফজলুল হক মাল্টিমিডিয়ার মাধ্যমে ব্র্যাক কর্তৃক বাজারজাতকৃত বিভিন্ন জাতের হাইব্রীড বীজের পরিচিতি তুলে ধরেন। প্রধান অতিথি তার আলোচনায় ব্র্যাক কর্তৃক বাজারজাতকৃত গুনগত মানের বীজ চাষীদের হাতে পৌছে দেওয়ার জন্য বীজ ব্যবসায়ীদেরও প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে ব্র্যাক দিনাজপুর জেলা প্রতিনিধি ও ইউনিটি ফর এনজিওস দিনাজপুরের সহ-সভাপতি মোঃ মহসিন আলী সকল ডিলার এবং ব্যবসায়ীদের অভিনন্দন জ্ঞাপন করেন। মহিলা বীজ ব্যবসায়ীকে ব্র্যাক দিনাজপুর এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন সহ মহিলাদের এ ব্যবসায় এগিয়ে আসার জন্য আহবান জানান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বীজ পরিবেশক, ব্যবসায়ী, ডিলারদের গঠনমূলক আলোচনা হয়। অনুষ্ঠান শেষে বীজ পরিবেশক ব্যবসায়ী, ডিলারদের মাঝে ভাল ফলাফল অর্জনের জন্য পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান ও স্বীকৃতি প্রদান করা হয়।

 

 

বার্তা প্রেরক

মোঃ ইউসুফ আলী

দিনাজপুর।
তারিখঃ ২৫-০৯-২০১৪

 

Spread the love