বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু গাজী বাঁচতে চায়

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ‘‘গাজী’’ বাঁচতে চায়। শিশু গাজী দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার আফতাব হোসেনের ছেলে।

বেশ কিছু দিন থেকে তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হরা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার চিকিৎসকরা তার ব্লাড ক্যান্সার হয়েছে মর্মে নিশ্চিত হন।

শিশু গাজীর পিতা আফতাব হোসেন শহরে ওয়াটার লাইনের মিস্ত্রি। তার ২ মেয়ে ও একমাত্র ছেলে গাজী। এর মধ্যে শিশু পুত্রের ক্যান্সারের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিতাসহ পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসায় প্রচুর টাকার প্রয়োজন। না হলে তার চিকিৎসা করা সম্ভব নয়। পিতার সামান্য আয় দিয়ে কোন রকমে সংসারের খরচ চলে। তার পক্ষে বিপুল পরিমান টাকা খরচ করে শিশু পত্রের চিকিৎসা করা অসম্ভব। সবার সামান্য আর্থিক সহযোগিতা পেলে শিশুপুত্র গাজীকে সুস্থ করে তোলা সম্ভব। তাই শিশু গাজীর পিতা আফতাব হোসেন সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠানো ঠিকানা

 

আফতাব হোসেন

পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া),

সদর, দিনাজপুর।

মোবাইলঃ ০১৭১৮৮৯৯৪১২

ব্যাংক একাউন্ট নম্বরঃ ২৪২৮৭, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখা।

Spread the love