সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ভারতীয় প্রতিনিধিদের সাথে পেশাজীবীদের মতবিনিমিয়

আজ শুক্রবার সকালে ভারতের কলকাতা  প্রতিনিধির সাথ দিনাজপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ভারতের কলকাতা থেকে জেন্ডার পেন নামক একটি সংস্থা যারা মূলত মানুষের অঙ্গ-প্রতঙ্গ, দেহদান বিষয় নিয়ে দিনাজপুরে বিভিন্ন পেশার লোকজনের সাথে এক মতিবিনময় সভায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারতীয় প্রতিনিধি দল জেন্ডার পেন এর সাধারণ সম্পাদক ব্রজ রায় ও সুখপাত্র তৃপ্তি চৌধুরী, বাংলাদেশের উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, ড. মাসুদুল হক, কানিজ রহমান, ডা. ইলিয়াস আলী খান এডিন, মোশাররফ হোসেন নান্নু, মনোয়ারা সানু, সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ। দিনাজপুরের বিভিন্ন পেশার লোকজন এই বিষয়ে ভারতীয় প্রতিনিধি দলকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Spread the love