
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : উত্তরাঞ্চলের সমতলে আদিবাসীদের বৈষম্য-বঞ্চনা ও নিঃস্বকরণ, ভুমি ও খাদ্যাধিকার শীর্ষক নীতিমালা প্রনয়নে দিনাজপুরে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মিলনায়তনে বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ-এনডিএফ, জাতীয় আদিবাসী পরিষদ, আরবান ও এএলআরডি, পিএলএনেট, আইএলসি’র আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই মবিন জিননাহ’র পরিচালনায় ও সিডিএ’র সভানেত্রী মেহেরুন নেছার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও নৃ-বিজ্ঞানী ড. হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ঈশানী চক্রবর্তী। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন সরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এএলআরডি’র সমন্বয়কারী সানজিদা খান রীপা, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বিরল উপজেলা চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালু, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের ১৬টি জেলায় ৩৮টি আদিবাসী জাতীসত্বার ১৬ লক্ষাধিক আদিবাসী বসবাস করে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের আদিবাসীরা বীরত্বের সাথে যুদ্ধ করেছে ও অনেকে জীবন দিয়েছে। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে প্রতিনিয়ত আদিবাসীদের চাষের জমি, বাড়ি-ঘর ও ভিটে-মাটি দখল হয়ে যাচ্ছে। এযাবত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তরাঞ্চলে ১৫ জন আদিবাসীকে হত্যা করা হয়েছে। এছাড়াও ধর্ষণ, গুম, নির্যাতনের শিকার হয়েছে শত শত আদিবাসী। এসব অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই দেশান্তরিত হচ্ছে। এরপরেও জমি বেদখল, সহিংসতা, মিথ্যা মামলা ও জাল দলিল, জাতিগত বৈষম্য ও হয়রানী প্রতিনিয়ত নিঃস্বকরন জোরদার প্রক্রিয়া চলছেই। এই কর্মশালায় আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন, আইন প্রনয়ন, আদিবাসী বিষয়ক জাতীয় কমিশন গঠনসহ ৯ দফা দবি উত্থাপন করা হয়। কর্মশালায় সাংবাদিক, বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন আদিবাসীসহ প্রায় দেড় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।