দিনাজপুর প্রতিনিধি : শনিবার দিবাগত রাতে দিনাজপুর শহরের পুলহাটে পুলিশের হাতে ধরা পড়েছে এক ভূয়া সার্জেন্ট।
দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে শহরের পুলহাট সারের বাফার স্টক গুদামের সামনের সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা তুলছিলেন সিভিল ড্রেসের সার্জেন্ট পরিচয়দানকারী মোস্তফা মনি (৪০)। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চ্যালেঞ্জ করলেই ধরা পড়েন ভূয়া সার্জেন্ট মনি। তিনি শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মৃত আব্দুস সামাদের পুত্র। এব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।