রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ভেজাল কিটনাশকের রমরমা ব্যবসা

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ আমন ক্ষেতে পোকার আক্রমনকে পুঁজি করে দিনাজপুরে ভেজাল কিটনাশকের রমরমা ব্যবসা চলছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেমকো কোম্পানির সপসিন সহ প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানীর নামের আড়ালে শুরু করেছে এ ভেজাল কিটনাশকের ব্যবসা। এতে প্রতারিত হচ্ছে কৃষক। পোকা দমনের পরিবর্তে ভেজাল কিটনাশকের বিরম্নপ প্রভাবে নষ্ট হচ্ছে ফসল। উঠতি আমন ক্ষেত শুকিয়ে খড় হচ্ছে।একারণে ক্ষোভ ও দুঃখে বেশ কিছুস্থানে পোকার আক্রমণকৃত আমন ক্ষেত পুড়ে দিয়েছে কৃষক। ছুটি,সভা,সেমিনার বন্ধ করে দিয়ে কৃষি কর্মকর্তারা নিজেরাই স্প্রে মেশিন ক্রয় করে ক্ষেতে কীটনাশক প্রয়োগের জন্য পোকার উপদ্রব এলাকায় যাচ্ছে। কিন্তু ভেজার কিটনাশকের প্রভাবে তারা ফল পাচ্ছে না তাতে।

দিনাজপুরে এবার দু’লাখ ৪৯ হাজার সাতশো ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে আরো বেশী জমিতে। কিন্তু ফসল ঘরে তোলার পূর্ব মুহুর্তে আমন ক্ষেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে বিঘার পর বিঘা জমিতে ঘটছে ফলন বিপর্যয়।আমন ফসল রক্ষায় বার বার কিটনাশক প্রয়োগেও কাজ হচ্ছে না। বাড়তি টাকা গুণেও প্রতারিত হতে হচ্ছে কৃষককে।

এ কারণেই জেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঘটছে,কৃষকদের সাথে ভেজাল কিটনাশক ব্যবসায়ীদের বাক-বিতন্ডতা,মারামারিসহ অপ্রীতিকর ঘটনা। এ নিয়ে গ্রাম্য শালিশী বৈঠকও করছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা। জরিমানাও করছেন।তারপরও দৌরাম্ত্য কমছেনা ভেজাল কিটনাশক ব্যবসায়ীদের। বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতোইল ইউনিয়নের চেয়ারম্যান খালেমুল ইসলাম চৌধূরী বাদল জানান, অভিযোগ আর অনুযোগ করেও কোন লাভ পাচ্ছে না । ভেজাল কিটনাশক বিক্রেতাদের খপ্পড়ে পড়ে প্রতারিত হচ্ছে কৃষক। আমি অভিযোগের প্রেক্ষিতে সেমকো কোম্পানির সপসিন ভেজাল কিটনাশক বিক্রেতা ‘‘ মেসার্স জননী ট্রেডার্স’’ এ তালা ঝুলিয়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে শালিশী বৈঠকে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসের ভিত্তিতে তার দোকান খুলে দেয়া হয়েছে। তবে সে কোন প্রকার কিটনাশক আর বিক্রি করতে পারবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছে।

অভিযুক্ত বোচাগঞ্জ উপজেলার ছাতোইল ইউনিয়নের জংলিপীর বাজারে অবস্থিত ‘‘ মেসার্স জননী ট্রেডার্স’’ ও ‘‘ মেসার্স সিরাজুল ট্রেডার্স’’ এ গেলে দোকানের ছবি তুলতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয় সাংবাদিকরা। দোকানে অবস্থানরতরা জানান, ‘‘ছবি তুলে আর কি করবেন ? আমরা সব ম্যানেজ করেই এই ব্যবসা করি। বেশী বাড়াবাড়ি করলেই আপনাদেরই চাকরি থাকবেনা।’’

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন, ছুটি, সভা, সেমিনার বন্ধ করে দিয়ে কৃষি কর্মকর্তারা নিজেরাই স্প্রে মেশিন ক্রয় করে ক্ষেতে কীটনাশক প্রয়োগের জন্য পোকার উপদ্রব এলাকায় যাচ্ছেন। প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন।

ভেজাল ও নকল কিটনাশক প্রস্ত্তকারী ও ব্যবসায়ীদের খ্প্পড়ে পড়ে্ নষ্ট হচ্ছে ফসলী জমি। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও দেশ। একারণে ক্ষোভ ও দুঃখে বেশ কিছুস্থানে পোকার আক্রমণকৃত আমন ক্ষেত পুড়ে দিয়েছে কৃষক।এভাবে চলতে থাকলে আগামীতে দেশে খাদ্য শূণ্যতা দেখা দিবে। তাই এসব ভেজাল ও নকল কিটনাশক প্রস্ত্তকারী ও ব্যবসায়ীদের বিরম্নদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক-এমটাই দাবী জানিয়েছেন, কৃষক ও কৃষিবিদরা।

 

(শাহ্ আলম শাহী)

দিনাজপুর থেকে।

 

Spread the love