শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন দোকানে জরিমানা করেন

মোঃ নুর ইসলাম : দিনাজপুর শহরে সোমবার বিকেলে লুৎফুন নেছা টাওয়ার মার্কেটে স্টোপ এন ওয়ার নামক দোকান-এর স্বত্তাধিকারীকে ক্রেতাদের নিকট থেকে দ্রব্যের মুল্য অতিরিক্ত আদায় করার অপরাধে ৫ হাজার টাকা, মালদাহ পট্টি বর্ণালী বস্ত্রবিতান দোকান-এর স্বত্তাধিকারীকে ১৫ হাজার টাকা,শহরের রাস্তা দখল করে খোওয়া রাখার অপরাধে,৫শত টাকা,দিনের বেলায় শহরে অবৈধভাবে ট্রাক্টর প্রবেশের অপরাধে ১হাজার ৫ শত টাকা এবং হানিফ এন্টার প্রাইজ কোচ-এর ফিটনেস ও রোড পারমিড না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেড জুবায়েদুর রহমান রাসেদ।   Mobil Adalot

Spread the love