শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মটর সাইকেল ছিনতাই। আহত-০৩

ষ্টাফ রিপোর্টার : দিনাজপুরের কাহারোলে কান্তজিউ রাশ মেলা থেকে বাড়ী ফেরার পথে রশি দিয়ে গতিরোধ করে ভারতীয় তৈরী পালসার-১৫০সিসি ১টি মটর সাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরাদের হামলায় ৩ জন মটর সাইকেল আরোহী আহত হয়েছেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

আহত মটর সাইকেল আরোহী বীরগঞ্জ পৌর শহরের মৃত আব্দুল বাতেনের পুত্র মোঃ মমতাজুল করিম তাজু (৩৭), পৌর শহরের চশমা ব্যবসায়ী মোঃ শামসুল হক (৪৮), বীরগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ হাফিজ উদ্দিন (৩৯)।

 

বুধবার রাত ৩টায় কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর নামক স্থানে ঘটনা ঘটে।

 

বীরগঞ্জ পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মটর সাইকেল মালিক মোঃ মমতাজুল করিম আমার নির্বাচনী ওয়ার্ডের বাসিন্দা।

Spread the love