
কাশী কুমার দাস ,স্টাফ রিপোর্টার : “নারীর মতায়নেই সম্ভব মানবতার পূর্ন বাস্তবায়ন”-এই স্লোগানকে সামনে রেখে মর্যাদায় গড়ি সমতা ক্যাম্পেইনের আওতায় আন্তর্জাতিক নারী দিবস -২০১৫ উপলে গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষান বাজারে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এর যৌর্থ আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতা, রাষ্ট্রের জবাবদিহিতা ও সুশানের অভাবে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা নারী-পুরুষ উভয়ের সমঅধিকার বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ানুগ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমাদের সমাজে নারীর কাজের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করা হয়না। এতে নারীর উন্নয়ন বাধা গ্রস্ত হচ্ছে। তাই তাদের মতায়ন প্রয়োজন। সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় বলেন, আমাদের গতানুগতিক পুরুষতান্ত্রিক মানষিকতা ও পুরানো ধ্যানধারণা পরিবর্তন করে নারী-পুরুষের সমতা গড়ে তুলতে হবে। মানববন্ধন কর্মসূচীতে এলাকার অসহায়, পিছিয়েপড়া, সুবিধা বঞ্চিত নারী জনগোষ্ঠি অংশ গ্রহন করে।