
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : রানী পারভীন নামের যুব মহিলালীগ নেত্রীর জীবন ও চরিত্র সম্পর্কে আপত্তিকর সংবাদ পরিবেশন করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুব মহিলা লীগ।
বুধবার সকাল সাড়ে ১০টায় কালিতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা যুব মহিলালীগের
আহবায়িকা ছবি সিনহা, যুগ্ম আহবায়িকা মাসুদা আক্তার মুক্তাসহ অনান্য নেতাকর্মীরা অংশগ্রহন করে।
সমাবেশে বক্তারা বলেন, যুব মহিলালীগ নেত্রী রানী পারভীনের বিরুদ্ধে আপত্তিকর সংবাদ পরিবেশন করে রানী পারভীনকে নয় সমস্ত নারী সমাজকে কলংকিত করেছেন। নারীকে কলংকিত করার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।