দিনাজপুরে ডিবি পুলিশের পৃথক ৩টি মাদক বিরোধী অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় ডিবি পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। জানা গেঝে, আজ শনিবার ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার একাধিক স্থানে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সদর উপজেলা জামালপুর গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ ওই গ্রামের সামসুদ্দিনের পুত্র লুৎফর রহমান (৫৫) কে গ্রেফতার করে। একইভাবে সদর উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে ৬৫ বোতল ফেন্সিডিল সহ আব্দু সামাদের পুত্র রমজান আলী (৪২) কে গ্রেফতার করে । সদর উপজেলার রামসাগর মোড় থেকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ কলিমুদ্দিনের পুত্র ইমরান (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুপুর ২টায় কোতয়ালী থানায় সোপর্দ করে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।