
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর উপ-অঞ্চল’র আয়োজনে মাদক বিরোধী অবস্থান কর্মসূচী, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর ইন্সটিটিউট চত্বর থেকে একটি মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালীটির বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ও নেতৃত্ব দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
র্যালীতে অংশ নেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বজলুর রহমান, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, বিজিবি, পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, ব্র্যাক, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিওসহ সর্বসত্মরের জনসাধারণ।
এর আগে বিকেল ৩টা থেকে ৩.১০ মিনিট পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ সড়কে মাদক বিরোধী অবস্থান কর্মসূচী পালন করা হয়। দ্বিতীয় পর্বে জিলা স্কুল অডিটোরিয়ামে মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।