বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মাদক মামলায় দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের ওবায়দুল হক ও একই গ্রামের জাকিরুল ইসলাম ও তার ভাই আমিরুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ মার্চ দুপুরে ওবায়দুল হকের বাড়ি থেকে ১৫০ বোতল, জাকিরুল ইসলামের বাড়ি থেকে ৮১ বোতল ও আমিরুল ইসলামের বাড়ি থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় পরদিন রংপুর র‌্যাব-৫ এর এসআই খন্দকার হেলাল উদ্দিন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের নামে চার্জশিট জমা দেন।

মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবি রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেন।

Spread the love