দিনাজপুরে ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রি করার অভিযোগে ২ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ২টায় জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোখসানা বেগম তার ভ্রাম্যমান আদালত পরিচালনায় ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে ২ যুবককে ১ বছর করে কারাদন্ডে দন্ডিত করেন। বিকেলে দন্ডিত ২ যুবককে পুলিশ পাহারায় দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘোড়াঘাট উপজেলার নারায়ণপুর ব্রিজ নামকস্থানে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রি করার সময় পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ২ জনকে আটক করে। আটক ২ যুবকের নিকট থেকে ৪টি ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়। ওই ২ যুবক দীর্ঘদিন ধরে নিজেরা ইয়াবা ট্যাবলেট সেবন এবং অন্যদের কাছে বিক্রি করে আসছে। দুপুর ২টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাদের উক্ত কারাদন্ডে দন্ডিত করা হয়।