
দিনাজপুর প্রতিনিধি : অধিকার দেশ,জাতি ও মনব কল্যাণে কাজ। প্রতিটি মানুষের অধিার বাস্তবায়নে কাজ করে। বাংলাদেশে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘীত হচ্ছে। মানবাধির বাস্তবায়নে প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত না করা পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারেনা। বর্তমানে সরকারী ভাবেই মানবাধিকার লঙ্ঘীত হচ্ছে বেশী। দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড, পুলিশী নির্যাতন, হয়রানী, গুম,খুন, নির্যাতন বাংলাদেশে চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধে অধিকারের পাশাপাশি সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে।
শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা উপরোক্ত কথা বলেন।
দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলতাফ উদ্দিন, বিশিষ্ঠ আইনজীবী এড. আ.ন.ম হাবিবুল্লাহ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রথম-আলো জেলা প্রতিনিধি আসাদুলস্নাহ সরকার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাদারন সম্পাদক স্বরুপ কুমার বকসী বাচ্চু, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, দৈনিক জনতা জেলা প্রতিনিধি শামীম রেজা, বিডি নিউজি জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান, এটিএন বাংলা জেলা প্রতিনিধি হুমায়ুন আহম্মেদ, চ্যানেল২৪ জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, এসএটিভি জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, মাইটিভি জেলা প্রতিনিধি মুকুল চট্রোপাধ্যায়, ফটো সাংবাদিক শিমুল, ফটো সাংবাদিক মোস্তফা, মুকুল সরকার, সাংবাদিক মামুনুর রশিদ লিটন,সোহেল সানী, ব্যবসায়ী গৌতম ঘোষ, ব্যবসায়ী কার্তিক দাস, ছবি লাল ও আলোচনা সভা সঞ্চালন করেন অধিকার এর দিনাজপুর এইচআরডি মোঃ ইদ্রিস আলী।
আলোচনা সভায় বক্তারা বর্তমান দেশে মানবাধিকারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা হুমকির মুখে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালন করছে না। কোন রাজনৈতিক দলের নির্দেশেই সবকিছু করছে। আইন শৃংখলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশে অপরাধ প্রবনতা হ্রাস পাবে। এছাড়া মানবাধিকার সংগঠনগুলোকে নিরপেক্ষ এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।