
সংখ্যালুঘু সম্প্রদায়ের মানবাধিকার এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে প্রেম নাথ রায়কে সভাপতি এবং উল্টম কুমার রায়কে সাধারন সম্পাদক কের দিনাজপুরে মানবাধিকার সংস্থা এইচ আর সি বি এম দিনাজপুর চেপ্টার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শৃক্রবার সকালে শহরের গণেশতলা হিন্দু ধর্মীয় সভা সম্মেলন কক্ষে দিনাজপুর চেহ্মার সম্মেলনে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস সভাপতি অধ্যাপক ড, অজয় রায় প্রাক্তন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এ কমিটি অনুমোদন দেন।
ডা, মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে চেম্বার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এইচ আর সি বি এম এর সভাপতি ড, অজয় রায়।বিশেষ অতিথি ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিধান চক্রবত্তী।
১৫ সদস্য কমিটিতে সভাপতি প্রেম নাথ রায় , সহসভাপতি মৃত্যুঞ্চয় রায়, সাধারন সম্পাদক উল্টম কুমা রায়,যুগ্ম সম্পাদক বিভাস বিশ্বাস,স্বাস্থ্য সম্পাদক ডা,মনোরঞ্জন রায় , অথ সম্পাদক রোনাল্ড দাস, দপ্তর সম্পাদক নারায়ন ঘোষ ,সাংগাঠনিক সম্পাদক বাচ্চু কুন্ড ,দপ্তর সম্পাদক সুশান্ত নারায়ন ,আইন সম্পাদক সাথী দাস, প্রচার সম্পাদক ধনোঞ্জয় মহন্ত, নির্বাহী সদস্য গেমরাঙ্গ রায় ,গৌর চন্দ্র শীল, এ্যাটভোকেট দ্বিজেন্দ্র নাথ রায় ,জয় কৃষান পাটোয়ারী ও অজয় রায়।