
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অগ্রগতির পর্যালোচনা বিষয়ক কর্মশালা গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগামের সহযোগিতায় এবং দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোঃ এমানুল হকের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের এডুকেশন এক্সপার্ট মোঃ আফজাল হোসেন সারোয়ার। অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়সহ ১৩ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, জিলা স্কুলের প্রধান শিক্ষক আক্তারা পারভীনসহ জেলার ৫টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন অংশ নেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমে সুবিধা নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সমস্যা নির্ণয় করে তা সমাধানের আশ্বাস দেয়া হয়।