
আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুরে মিনি ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের উপশহরস্থ তফিউদ্দিন মেমোরিয়াল বিদ্যালয় মাঠে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড কয়েকজন তরুণ’র আয়োজনে ২য়বারের মতো মিনি ফুটবল টুর্ণামেন্ট’১৪ইং এর চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ্যাড. এফ এম শামীম আলম সরকার বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল হাবিব সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, এ এম রেসিডেন্সিয়াল স্কুলের চেয়ারম্যান মো. আতাউর রহমান চৌধুরী, পিএমএন ক্যাবল নেটওয়ার্ক’র চেয়ারম্যান মাহমুদুন নবী পলাশ, শাহ্ এন্টারপ্রাইজ’র শাহ্ মো. মমিনুল ইসলাম, ফুলবাড়ী বাসষ্ট্যান্ড জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান। অনুষ্ঠানে আয়োজন কয়েকজন তরুণ এর আহবায়ক টিটু প্রধান ও যুগ্ম আহবায়ক রেজাউর ইসলাম পুনুসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ সন্মানী প্রদান করেন।