বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সুপ্রিম কোর্টের আইনজীবী নজিবর রহমান আর নেই

শাহরিয়ার হিরু, দিনাজপুর ঃ মুক্তিযুদ্ধের সংগঠক, ৬দফা আন্দোলনের সৈনিক, সুপ্রিম কোর্টের আইনজীবি আলহাজ্ব মুহাম্মদ নজিবর রহমান গত ১৪ জুন সোমবার রাত পৌনে ১১ টায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর । তিনি স্ত্রী, পুত্র সুপ্রিম কোর্টের আইনজীবি, সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, সেভরন ওয়েল কোম্পানির সিনিয়র অফিসার মোঃ আখলাকুর রহমান ও কন্যা জাকিয়া সুলতানাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন, দিনাজপুর বাসীর একজন স্বাধীনতার স্বপক্ষের, বিশিষ্ঠ আইনজীবী ও সমাজসেবীকে হারালেন। যেই শুন্যতা আর পুরন হবে না। তিনি এই শোক পরিবারকে ধৈর্য্য ধারনের জন্য মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করেন।

মরহুম নজিবর রহমান ১৯৫৩ সালে আইনজীবি পেশায় যোগদান করেন। ১৯৬৩ সালে হাইকোর্টে ও পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সনদ লাভ করেন। তিনি স্বাধীনতা পুর্ব থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধকালীন ভারতের দক্ষিণ ডাঙ্গাপাড়ার কালকা গ্রাম থেকে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।  ১৯৭৫ সালে দিনাজপুর জেলার গভর্ণর নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ক্রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, বাংলাদেশ সোনালী ব্যাংক বোর্ড অব ডিরেক্টরের সদস্য, দিনাজপুর কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান, দিনাজপুর স্টেশন জামে মসজিদ, পাহাড়পুর মসজিদের সভাপতি এবং সুইহারী খানকায় আহমেদীয়ায় একজন খলিফা ছিলেন।

১৫ জুন বুধবার মরহুমের প্রথম জানাযা আইনজীবী মাঠ প্রাঙ্গনে ও দ্বিতীয় জানাযা দিনাজপুর ইকবাল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর ফরিদপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের নামাযে জানাযায় দিনাজপুর জেলা দায়রা জজসহ সকল আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ইমাম আলীসহ সকল আইনজীবী, সাবেক এমপি মোখলেছুর রহমান, সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জাসদের সভাপতি এ্যাড. লিয়াকত আলী, নুরজাহান আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম আব্দুল মঈদ, চাউল কল মালিক সমিতির সভাপতি সারোয়ার আশফাক লিয়ন, সাধারন সম্পাদক রেজা হুমায়ন ফারুক, খানকা আহমেদীয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও স্টেশন জামে মসজিদের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাঠোয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও শহর যুবলীগের যুগ্ম আহবায়ক হাজ্বী পলাশ, অধ্যক্ষ আব্দুল জব্বার, সাবেক প্যানেল মেয়র আলতাফ উদ্দীন, বিশিষ্ঠ ব্যবসায়ী মাহবুব আলম লাপ্পুসহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঠাকুরগাও, পঞ্চগড় জেলার আইনজীবী জানাযা ও দাফন কাজে অংশ নেন। আগামী শুক্রবার ইকবাল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বাদ আছর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

Spread the love