
দিনাজপুর প্রতিনিধিঃ যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের তান্ডব ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা।
আজ শনিবার বেলা ৩টায় তারা মাথায় লাল কাপড় বেঁধে, হাতে লাঠি ও জাতীয় পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের স্টেশন রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্রের নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এবং জামায়াত-শিবির চক্রকে হুশিয়ার করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় তারা জামায়াত-শিবিরের তান্ডবের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
মিছিলে অংশ নেন, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকসেদ আলী মঙ্গলিয়া, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সিদ্দিক গজনবীসহ দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধারা।