
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল রোববার বাংলাদেশ ইয়োথ নেটওয়ার্কের মাধ্যমে জেএসকেএস, পল্লীশ্রী, বিভাস, নিস্কো, কাম টু ওয়ার্ক এর আয়োজনে চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর বৈকুন্ঠুপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মোবাইল ফোনের ব্যবহার ও অপব্যবহার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসনে এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিস্কো সংস্থার দুলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেএসকেএস এর প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল অফিসার, পল্লীশ্রীর রওনক আরা হক, বিভাস সংস্থার মঞ্জু আরা ও কামটু ওয়ার্ক এর আজমল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস এর পিসি জ্যোস্না রানী সরদার। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন মতিউর রহমান, জহুরুল ইসলাম, শিক্ষক নারায়ন চন্দ্র রায় ও চিত্ত রঞ্জন রায়। সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, মোবাইল ফোন বর্তমান সময়ে আর বিলাস দ্রব্য বরং নিত্য প্রয়োজনের বস্ত্ত। অথচ মোবাইল ফোনের সু ব্যবহারের চেয়ে অপব্যবহারই বেশী হচ্ছে। ফলে সমাজে ক্রাইম বাড়ছে। মেয়েদেরকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের জীবন নষ্ট করার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করতে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মোবাইল ফোন যাতে শিক্ষার্থীদের নেশায় পরিণত না হয় সেদিকে অভিভাবকদের সজাগ থাকতে হবে।