দিনাজপুর প্রতিনিধি: বক্ষব্যাধী ক্লিনিক এর কন্সালটেন্ট ডাঃ মাসতুরা বেগম বলেছেন, সচেতনতার মাধ্যমে যক্ষা নিরোধ অকেটাই সম্ভব। ইমাম সাহেবরা সমাজে ধর্মীয় নেতা হওয়ার কারণে তারাই সর্বক্ষেত্রে সচেতনাতা সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করতে পারেন। মনে রাখবেন আমাদের দেশে প্রতি ২ মিনিটে এক জন নূতন করে এ রোগে আক্রান্ত হচ্ছে আর প্রতি ১০ মিনিটে একজন মারা যাচ্ছে। কাজেই এ রোগের ব্যাপকতা অনেক বেশী। এর জন্য চাই গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন।
গতকাল শনিবার চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব আয়োজিত ইমাম সাহেবদের নিয়ে যক্ষা রোগ নিয়ন্ত্রনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতা বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। নাটাব দিনাজপুর শাখার সভাপতি তাহের উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজাহান চৌধুরী। যক্ষা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন নাটাব আঞ্চলিক প্রতিনিধি (দিনাজপুর আঞ্চল) মোঃ কাউসার উদ্দীন। ইমামদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম ও মোঃ ইসহাক আলী।