
দিনাজপুর থেকে শামীম রেজা : ‘‘ডি’’ ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে ভাতা প্রদান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন দিনাজপুরের মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘ডি’ ক্যাটাগরির মুক্তিযোদ্ধারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয় ২০০৩ সালে যুদ্ধাহত বাছাইয়ের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ‘এফ’ থেকে ‘ডি’ ক্যাটাগরিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উন্নীত করে ভাতাসহ সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
এবছরের ১৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিন্নাতুল হক এক বিজ্ঞপ্তিতে বলেন, যে সকল মুক্তিযোদ্ধা যুদ্ধাগত গেজেটে নাম অমত্মর্ভুক্ত ব্যতিত ভাতা গ্রহণ করছেন তাদের এবছরের নভেম্বরের পর থেকে ভাতা প্রদান বন্ধ করা হবে।
১১ বছর পর হঠাৎ করে মুক্তিযোদ্ধা সংসদ যে গেজেট প্রকাশ করে বলেছে যুদ্ধাহত গেজেটে নাম ছাড়া ভাতা দেয়া হবে না। তা হচ্ছে এক অন্যায় ও অগ্রহনযোগ্য আদেশ। অবিলম্বে উক্ত আদেশপত্র বাতিল করে বর্তমান পদ্ধতিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান অব্যাহত রাখার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর সদর উপজেলা ইউনিট কমান্ডার লোকমান হাকিম, সাবেক জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহদেব চন্দ্র রায়, মোঃ লিয়াকত আলী, মোঃ এসার উদ্দীন, মোঃ তোজাম্মেল হোসেন প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধারা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।##