সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও কেক কেটে প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু।

২৭ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মিলাদ মাহফিলের পুর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারন সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক রাসেল আলী চৌধুরী লিমন, পৌর তাঁতী দলের আহবায়ক লাবু চৌধুরী, যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম জুয়েল, যুবনেতা মাহবুবুল হক হেলাল, খাইরুল শাহীন, সুমনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল ও বিএনপি’র অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ দিকে জেলা যুবদলের আহবায়ক অনুষ্ঠানে উপস্থিত না থাকায় মোবাইলে নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান। মিলাদ মাহফিলে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া করা হয়।

JUBO DOL 1