বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে যুবদল ও জামায়াতের ২ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসেবে যুবদল ও জামায়াতের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে কোতয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর শহরের নিউটাউন  থেকে নাশকতা মামলার পলাতক আসামী জেলা যুবদলের নেতা মহিউদ্দীন মন্ডল বকুলকে গ্রেফতার করা হয়। মামলার পলাতক আসামী খানসামা উপজেলার ভেড়ভেড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক জামায়াতের নেতা রিয়াজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। আটক ২ জনকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা নাশকতা মামলা পলাতক আসামী।