
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার দুপরে বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানে সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মোঃ দেলোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির
প্রধান অতিথি বলেন, স্বাধীনতা বিরোধীচক্র এখনও সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র ও চক্রামেত্ম লিপ্ত। তারা নানান তৎপড়তা চালিয়ে যাচ্ছে। তিনি যুবলীগের প্রতিটি নেতাকর্মীসহ স্বাধীনতার সপক্ষের সকল মানুষকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এনাম সরকারের পরিচানায় বিশেষ বর্ধিত সভায় সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।