শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

দিনাজপুরে ঈদের প্রধান জামায়াত বড় মাঠে সকাল সাড়ে ৮ টায়

দিনাজপুর প্রতিনিধি্\ দিনাজপুরে গোর এ শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ।

ঈদের নামাজে জন্য মাঠ সাজানোর কাজ ইতিমধ্যে  সম্পন্ন হয়েছে ।

দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় ৪০টি উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ মাঠে ৩০ হাজারের অধিক মুসলিস্ন ঈদের নামাজ আদায় করবেন।

এ মাঠে নামাজ আদায় করবেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী, পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামিম, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলিস্নবৃন্দ।

এ ছাড়াও সকাল সাড়ে ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, লালবাগ ঈদগাহ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠ, পশ্চিম বালুয়াডাঙ্গা মিনার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ প্রায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে সংশিস্নষ্ট ঈদগাহ মাঠ কমিটি কতৃপÿ জানান, আবহাওয়া খারাপ থাকলে সংশিস্নষ্ট মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।

এ দিকে দিনাজপুর শহরের বাইরে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, নশিপুর ঈদগাহ মাঠে। এছাড়া প্রতিটি গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।