মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে যৌতুকের শিকার হয়ে গৃহবধুর মৃত্যুবরণ

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে যৌতুকের শিকার হয়ে স্বামী কর্তৃক গৃহবধুর মৃত্যুবরণ হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ১২ মার্চ বুধবার বিকেল ৫টায় স্বামীর বাড়ীতে চিরিরবন্দর উপজেলার আমতলী গ্রামে উক্ত ঘটনা ঘটে। চিরিরবন্দরের ৭নং সাইতিড়া ইউনিয়নের মাঝিনা কৃষ্টপুর গ্রামের সাদ্দাম হোসেনের কন্যা নুরুন্নাহার (২০)এর সাথে একই উপজেলার আমতলী  গ্রামের ফজো মোহাম্মদ’র পুত্র ওবায়দুল হক (২২) এর প্রায় ৩ বৎসর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীপক্ষ যৌতুকের চাপ দিয়ে মারপিট করতো নুরুন্নাহারকে। এরই ধারাবাহিকতার ফলশ্রুতিতে গৃহবধু নুরন্নাহারকে মেরে ফেলা হয় বলে দিমেক হাসপাতালে গতকাল মৃতের মামা রফিকুল ইসলাম জানান। এ ব্যাপারে চিরিরবন্দর থানার এস আই শরিফ জানান, গত ১২ মার্চে মৃতের পক্ষ থেকে অভিযোগ পেয়ে প্রাথমিক রিপোর্ট পেয়েছি। মৃতের শরীরের পিঠে আঘাতের চিহৃ ও নাক দিয়ে রক্ত বের হওয়ার রিপোর্টসহ শয়নকক্ষে বাশের সাথে ওড়না প্যাচানো অবস্থায় পাওয়া গেছে বলে এস আই জানান। এ ব্যাপারে মৃতের মা বাদী হয়ে মামলা করার প্রস্ত্ততি নিচ্ছে বলেও তিনি জানান।

Spread the love