দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যমত্ম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৩ জন বিএনপি ও ৩ জন জামায়াতের রয়েছে বলে জানায় পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার অফিসের কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘন্টায় দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৩ জন ও জামায়াতের ৩ নেতাকর্মীসহ ২১ জন আটক করেছে। আটককৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।