দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরসহ তের উপজেলায় যৌথবাহিনী সারসী অভিযান চালিয়ে বিএনপিুজামায়াত-শিবির কর্মীসহ ১৪ জনকে আটক করেছে ।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে বিএনপি কর্মী ৩ জামিায়াত কর্মী ৩ ও অন্যান্য মামলার আসামীসহ মোট ১৪ জনকে আটক করেছে ।
দিনাজপুর পুলিশ সুপার রম্নহুল আমিন জানান প্রতি রাতে পুলিশ , র্যাব, ডিবি , বিজিবি মিলে গঠিত যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করছে । গত ১০ দিনে এ পর্যম২৪৩ জনকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন । আটককৃতদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে ।