
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পল্লীশ্রী আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, একবিংশ শতাব্দিতে দাড়িয়ে পৃথিবী যখন নারী-পুরুষের মেধা, শক্তি, দক্ষতায় সমকক্ষতা প্রমান করতে পারছে তখন আমাদেরকে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার তথা নারী-পুরুষের সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যা সত্যিই দুঃখজনক! তাই এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা এখন থেকেই যদি সচেতন না হই তবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারব না। তাই আসুন আমরা সকলেই নিজ পরিবার থেকে আমাদের বিশ্বাস ও আচরণ পরিবর্তনের কাজটি শুরু করি।
বুধবার দিনাজপুর সদর হাসপাতাল কনফারেন্স রুমে মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় পল্লীশ্রী আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক সেমিনারে বক্তারা একথা বলেন। পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী সুরাইয়া আখতার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি এ্যাড. মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন, জজকোর্টের আইনজীবী এ্যাড. গুলনাহার, এ্যাড. নিলুফার রহিম ওয়ান-স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার শিরিনা আক্তার প্রমুখ। পল্লীশ্রীর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লিলিমা রানী এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রীর ম্যানেজার শামসুন নাহার। ধারনা পত্র পাঠ করেন পল্লীশ্রীর ফিল্ড টেইনার লাজিনা আক্তার। সেমিনারে ইউপি সদস্য-সদস্যা, হাসপাতালের স্টাফ নার্স, মাঠ কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।