
সাহেব, দিনাজপুরঃ গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় দিনাজপুর পুলিশ লাইন মাঠ প্রাঙ্গনে দিনাজপুরে রংপুর রেঞ্জ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডি,এস,বি) কাজেমউদ্দীন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ। উলেখ, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এই টুর্ণামেন্টের একজন খেলোয়াড় ও দিনাজপুর জেলা পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, সমাজের যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই । মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা না করতে পারলে যুব সমাজ বিপদগামী হয়ে পড়ছে। যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করতে খেলাধুলাই একমাত্র উত্তম পন্থা। উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা দল ৪-০ ঠাকুরগাঁও জেলা দলকে পরাজিত করে।