সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রাকাব উত্তর জোন অফিসার্স ফোরামের সাধারণ সভা ও কমিটি গঠন

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) উত্তর জোন অফিসার্স ফোরামের সাধারণ সভা ও কমিটি গঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকালে শহরের জেল রোডস্থ দিনাজপুর শাখা কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় রাকাব দিনাজপুর উত্তর জোনাল কার্যালয়ের ডিজিএম ও রাকাব অফিসার্স ফোরাম’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান’র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা, অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক সরকার’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাকাব অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রাকাব রংপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মো. মহিদুল হক, রাকাব বঙ্গবন্ধু পরিষদ’র রংপুর বিভাগীয় প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি, অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রংপুর জোনাল কার্যালয়ের এজিএম বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জি. কে এ এম আবুল হোসেন, রাকাব অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো. তৌফিক এলাহী, কার্যকরী সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. কামরুল আলম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন রাকাব কর্মচারী সংসদ’র পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম সিদ্দিকী, রাণীরবন্দর শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন, উত্তর জোনের উর্দ্ধতন কর্মকর্তা আমিনুল ইসলাম, রাণীরবন্দর শাখার কর্মকর্তা আব্দুস সামাদ প্রমুখ।

সভায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে চিরিরবন্দর শাখা ব্যবস্থাপক রমানাথ চন্দ্র অধিকারী কে সভাপতি ও দিনাজপুর শাখা কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাকাব অফিসার্স ফোরাম দিনাজপুর উত্তর জোনের ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

Spread the love