
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দক্ষিণ জোন অফিসার্স ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের নিমনগরস্থ জোনাল কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় রাকাব অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুস সামাদ মন্ডল’র সভাপতিত্বে ও সহ সম্পাদক আতাউর রহমান’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাকাব অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. কামরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, গোলাম কুদ্দুস, মোজাম্মেল হক, প্রচার সম্পাদক ফজলুল কবীর। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিবিএ দক্ষিণ জোনের কার্যকরী সভাপতি ফিরোজ জামান শাহ্। সভায় বক্তব্য শেষে বিরামপুর শাখার কর্মকর্তা আব্দুস সামাদ মন্ডল কে সভাপতি ও কেটরাহাট শাখার কর্মকর্তা মো. আতাউর রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাকাব অফিসার্স ফোরাম দিনাজপুর দক্ষিণ জোনের ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।